জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্বিতীয় বারের মত রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েই দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।সোমবার সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। কথা বলেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকার উন্নয়ন প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী এদিন সৌজন্য বিনিময় শেষে প্রধানমন্ত্রীর হাতে উজ্জয়ন্ত রাজপ্রাসাদের একটি ছবি উপহারস্বরূপ তুলে দেন। গত তিনদিন ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধানকর প্রত্যেকের সাথে দেখা করে শুভেচ্ছা স্মারক তুলে দেন।দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব পরিচালনার জন্য মানিক সাহাকের নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রত্যেকের কাছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা গত পরশুদিন দিল্লিতে প্রবাসী ত্রিপুরার নাগরিকদের সাথেও কথা বলেন, গ্রহণ করেন তাদের সম্বর্ধনা। সেখানে ডাক্তার মানিক সাহা নতুন স্লোগান তোলেন উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এদিন প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় মুখ্যমন্ত্রী তিপরা মথা সহ অন্যান্য সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন বলে জানা যায়।রাজ্যের উন্নয়নে আর্থিক বরাদ্দসহ কেন্দ্রীয় সরকারের বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, তার মন্ত্রিসভার প্রধান লক্ষ্য হচ্ছে সকলকে নিয়ে কাজ করা।ত্রিপুরাকে শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে যাওয়া। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার রাজ্যবাসীকে দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। রাজ্যের আইন-শৃঙ্খলার আরো উন্নয়ন, দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করার নির্দেশ জারি করা হবে প্রত্যেকটি সরকারি কর্মচারী আধিকারিকদের উপর। উন্নয়নকে দ্রুতগতিতে ত্বরান্বিত করতে মন্ত্রিসভার প্রত্যেকটি দপ্তর মন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।