জনতার কলম ওয়েবডেস্ক :- বেঙ্গালুরু-মাইসুর এক্সপ্রেসওয়ে উদ্বোধনের সময় আজ কংগ্রেসকে একহাত নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কংগ্রেস যখন তাঁর কবর খনন করার চেষ্টা করছে, তখন তিনি এক্সপ্রেসওয়ে তৈরি করেছিলেন।আজ তিনি বলেন, ‘কংগ্রেস মর্যাদাপূর্ণ এই এক্সপ্রেসওয়ের কৃতিত্ব চুরি করার চেষ্টা করছে, আমি তখন এই কাজে ব্যস্ত ছিলাম।’ সঙ্গেই তিনি বলেন, এই কাজ আগামী বিধানসভা নির্বাচনে যথেস্ট প্রভাব ফেলবে।
সম্প্রতি বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া দাবি করেছেন, এই এক্সপ্রেসওয়ে তৈরির কৃতিত্ব কংগ্রেসের হওয়া উচিত। তবে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে, কংগ্রেসকে কটাক্ষ করা ছাড়াও একগুচ্ছ উন্নয়নের কথা বলেছেন মোদি। বেঙ্গালুরু মাইসুর এক্সপ্রেসওয়ে তৈরিতে দুই শহরের মধ্যে যাতায়াতের সময় অর্ধেক হবে। এছাড়াও কর্ণাটকে প্রায় ১৬,০০০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তিস্থাপন করেন মোদি। তিনি বলেন এই সব প্রকল্প রাজ্যের সমৃদ্ধি এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। আজ এক্সপ্রেসওয়ে উদ্বোধনের আগে রোড শো করেন মোদি।