Site icon janatar kalam

সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানকে নোটিস পাঠাল ভারত

জনতার কলম ওয়েবডেস্ক :- : দুই প্রতিবেশী দেশের দীর্ঘ দিনের সমস্যা। নানা সময়ে বিষয়টি উঠেছে। কিন্তু কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। অবশেষে সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানকে নোটিস পাঠাল ভারত। এর আগে পাকিস্তানের আপত্তিতে বেশ কিছু সংশোধন বহুদিন ধরে আটকে রয়েছে। দীর্ঘ ৬২ বছর ধরেই এই চুক্তি নিয়ে জটিলতা অব্যাহত।এই মুহূর্তে ঋণভারে, অর্থাভাবে জর্জরিত পাকিস্তান। সেখানকার জনজীবন বিপর্যস্ত। বৈদেশিক সম্পর্কগুলিকে নাড়াচাড়া করে দেখছে তারা। সাহায্য প্রার্থনা করছে। ঠিক এই পরিস্থিতিতেই সিন্ধুনদীর জল নিয়ে ইসলামাবাদের উপর চাপ বাড়াল দিল্লি। জানা গিয়েছে, ২৫ জানুয়ারি সিন্ধু জলচুক্তিতে পরিবর্তন আনতে পাকিস্তানকে নোটিস পাঠিয়েছে ভারত। দুটি হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের সমস্যা সমাধানের জন্য পাকিস্তানকে পদক্ষেপ করার বিষয়ও উল্লেখ করা হয়েছে সেই নোটিসে। এই বিষয় নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদকে ৯০ দিন সময় দিয়েছে ভারত। আগামী ৯০ দিনের মধ্যে এ নিয়ে আন্তঃসরকারি আলোচনায় বসতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত।

Exit mobile version