জনতার কলম ওয়েবডিস্ক :- ভারত জোড়ো যাত্রায় প্রত্যেক বিরোধী নেতা কংগ্রেসের সঙ্গে রয়েছেন। তবে সেখানে কোনও রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলন থেকে এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এদিন বলেছেন, দেশজুড়ে বর্তমানে একটা বিজেপি বিরোধী হাওয়া বইছে। এই পরিস্থিতিতে জনগণের কাছে একটি বিকল্প দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার জন্য তিনি এ দিন বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন।
শনিবার এক সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধী বলেন, নতুনভাবে কাজ করার ও চিন্তাভাবনা করার একটি উপায়ের কাঠামো মানুষের সামনে উপস্থাপন করেছে ভারত জোড়ো যাত্রা। এ দিন তিনি বিরোধীদের নিজেদের মধ্যে সম্মান রাখার কথাও বলেছেন। সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেছেন, “বিরোধীরা একটি দৃঢ় দৃষ্টিভঙ্গি নিয়ে একসঙ্গে দাঁড়াতে পারে তাহলে নির্বাচনে বিজেপির জয়লাভ করা খুব কঠিন হয়ে পড়বে। তবে বিরোধী দলকে কার্যকরভাবে সমন্বয় করতে হবে এবং বিরোধী দলকে বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের কাছে পৌঁছে যেতে হবে।”তিনি এদিন আরও বলেন, ভারতের একটি “ভাড়া-চাওয়া” দেশের পরবির্তে একটি “উত্পাদনমূলক দেশ” হিসেবে নিজেকে তুলে ধরা উচিত। তিনি বলেছেন, দেশের এমন একটি শিক্ষা নীতি থাকা উচিত যেখানে শিশুরা নিজেদের কল্পনাকে বাস্তব রূপ দিতে পারে। এবং মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, সিভিল সার্ভিস এবং আইনে নিজেদের কেরিয়ার গড়তে পারে। তিনি এ দিন স্পষ্ট বিদেশনীতি নিয়েও কথা বলেন এবং বৃহত্তর অর্থনৈতিক সমতার কথা বলেন। তিনি বলেন,”বিভ্রান্তিকর ও ঘটনাভিত্তিক বিদেশনীতি দেশের অনেক ক্ষতি করবে।” বিরোধী ঐক্যের প্রসঙ্গে তিনি বলেছেন, “অন্যান্য বিরোধী নেতাদের আরামদায়ক অনুভব করানোর প্রচেষ্টা চালাবে কংগ্রেস। সেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে।