জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। দিল্লি থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ঋষভ পন্থের গাড়ি।শোনা যাচ্ছে, তাঁর চোট গুরুতর হওয়ায় প্লাস্টিক সার্জারি করানো হবে। ইতিমধ্যে তাঁকে দিল্লিতে রেফার করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, ঋষভ পন্থের মাথায়, পিঠে চোট লেগেছে।