জনতার কলম ওয়েবডেস্ক :- ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর মা হীরাবেন মোদী। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত মঙ্গলবার রাতে শতায়ু হীরাবেনকে আমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার হাসপাতালের তরফে জানানো হয়েছে- বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।তবে মোদীর মায়ের কী ধরনের সমস্যা হয়েছে সে সম্পর্কে বিশদে কোনও তথ্য জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার গুজরাত সরকার একটি বিবৃতিতে জানিয়েছে- হীরাবেনের স্বাস্থ্য বর্তমানে ভালো আছে। দ্ৰুত সুস্থ্ হয়ে উঠছেন তিনি খুব শীঘ্ৰই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।bমা হীরাবেনের অসুস্থতার খবর পেয়ে বুধবার বিকেলে গুজরাত পৌঁছন প্ৰধানমন্ত্ৰী। মায়ের সঙ্গে দেখা করেন তিনি। বৃহস্পতিবার গুজরাত সরকার জানিয়েছে- বুধবার রাতেই প্ৰধানমন্ত্ৰীর মা স্বাভাবিক ভাবে খাবার খেতে শুরু করেছেন। আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন হীরাবেন।