Site icon janatar kalam

রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: ফের একবার দেশবাসীর মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ তারিখ অর্থাৎ রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। জানা যাচ্ছে, সকালে এই দেশবাসীর মুখোমুখি হবেন। আগামী রবিবার ২১ তারিখ আন্তজাতিক যোগা দিবস। মনে করা হচ্ছে, যোগ দিবসকে মাথায় রেখেই তাঁর ভাষণ হবে হয়তো। আর বর্তমানে করোনার গ্রাসে ভারত। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে যোগ কীভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে সেই বিষয়ে হয়তো বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সামনে তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও কিছু যোগা হয়তো করেও দেখাতে পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এর আগে যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবার সঙ্গে মিশে যোগ করতে দেখা গিয়েছে। শুধু তিনি নিজে নয়, তাঁর মন্ত্রী পরিষদ সহ বিজেপির তাবড় নেতাদের যোগ দিবসে অংশ নিতে দেখা গিয়েছে। তবে এবার পরিস্থিতি আলাদা। করোনার আতঙ্ক। এই পরিস্থিতিতে যোগ দিবস পালন করবে দেশবাসীল। তবে সবটাই ভার্চুয়াল মাধ্যমে হতে পারে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version