Site icon janatar kalam

রাজধানীর পুরনিগম দখলে থাকবে কার?

জনতার কলম ওয়েবডেস্ক :- নয়া দিল্লি: সম্মুখ সমরে বিজেপি বনাম আম আদমি। রাজধানীর পুরনিগম দখলে থাকবে কার, তা নিশ্চিত করতেই আজকের এই নির্বাচন। এবারের নির্বাচনে শাসক ও বিরোধী- দুই দলেরই প্রধান হাতিয়ার জঞ্জালের সমস্যা। এছাড়াও কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, আবগারি, পরিবহণ সহ একাধিক ইস্যু নিয়েও সরব হয়েছে দুই দলই। একদিকে বিজেপি যেমন গত ১৫ বছরের রেকর্ড ধরে রাখা নিয়ে আত্মবিশ্বাসী, অন্যদিকে আম আদমি পার্টিও এবার পুরনিগম দখল করতে মরিয়া। নির্বাচনের লড়াইয়ে রয়েছে কংগ্রেসও, তারাও কয়েকটি আসনে জয়ের আশা রাখছে।

Exit mobile version