Site icon janatar kalam

অজগর গলায় পেঁচিয়ে মৃত্যুমুখী যুদ্ধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার ঘোরে অজগর কে তুলে নেয় কাঁদে। গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ বৃদ্ধ। দীর্ঘ চেষ্টায় বৃদ্ধকে বাঁচালো ছেলে ও ছেলের বন্ধু। নেশার ঘোরে মানুষ কত কী না করে। এক বৃদ্ধ নেশার ঘোরে ঘাড়ে তুলে নিয়েছিলেন একটি বিশাল অজগর। কিন্তু সেটি ধীরে ধীরে বৃদ্ধের গলায় পেঁচিয়ে ধরে। তখনও কোনও হুঁশ ছিল না কী হতে চলেছে। কিন্তু হুঁশ ফিরতেই তিনি সাপটিকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকেন।তত ক্ষণে অজগর বৃদ্ধের গলায় তার পুরো শরীরটাকেই পেঁচিয়ে দিয়েছিল। একটি জলা জায়গায় সাপটিকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন ওই বৃদ্ধ। তাঁর আশপাশে কেউ ছিল না তখন। কিন্তু হঠাৎই তাঁর ছেলের চোখে পড়ে বাবা বিপদে পড়েছেন। বন্ধুকে ডেকে নিয়ে এসে সাপটিকে ছাড়ানোর চেষ্টা করে সে। সাপটির লেজ ধরে টেনে ছাড়ানোর চেষ্টা করতেই বৃদ্ধ জলা জায়গায় ছিটকে পড়ে কাতরাতে থাকেন। তাঁর শ্বাস ক্রমশ রুদ্ধ হয়ে আসছিল। বেশ কয়েক মিনিটের চেষ্টায় সাপটিকে বৃদ্ধের গলা থেকে ছাড়াতে সমর্থ হয় তাঁর ছেলে এবং ছেলের বন্ধু।বৃদ্ধের গলার অজগর পেঁচিয়ে ধরেছে। আর তিনি বাঁচার চেষ্টা করছেন, এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকে শিউরে উঠেছেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। দাবি করা হচ্ছে, ঘটনাটি গারওয়া থানার কিটাসোটি খুর্দ গ্রামের। যে বৃদ্ধকে সাপটি পেঁচিয়ে ধরেছিল তাঁর নাম ব্রিজলাল রাম ভুঁইয়া। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় সামান্য আহত হয়েছেন বৃদ্ধ।

Exit mobile version