Site icon janatar kalam

স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে লম্বা সাপ

জনতার কলম ওয়েবডেস্ক :- অমিত শাহের বাড়িতে লম্বা সাপ। আতঙ্কিত নিরাপত্তারক্ষীরা।শেষ পর্যন্ত বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা উদ্ধার করল সাপটিকে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ি থেকে উদ্ধার করা হল একটি ‘চেকার্ড কিলব্যাক’ সাপ। ৫ ফুট দৈর্ঘ্যের সাপটিকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় সকলকে। শেষে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কর্মরত এক সংস্থাকে ডাকা হয়। তারা এসে সাপটিকে উদ্ধার করে। অমিত শাহের দিল্লির বাড়িতে ঢুকে পড়েছিল সাপটি। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে সাপ ঢুকে পড়ায় বিষয়টি নিয়ে হুলস্থূল পড়ে যায়! বৃহস্পতিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শাহের বাড়ির প্রহরায় নিযুক্ত আধিকারিকদল। জানা যায়, পাঁচ ফুট দৈর্ঘ্যের ওই সাপটি নির্বিষ ঢোঁড়া প্রজাতির। পোশাকি নাম ‘এশিয়াটিক ওয়াটার স্নেক’, বাংলায় যাকে ‘জলঢোঁড়া’ বলা হয়। বন্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণের জন্য কর্মরত এক অলাভজনক সংস্থা, ওয়াইল্ডলাইফ এসওএস-মিলিত ভাবে সাপটিকে উদ্ধার করে। চেকার্ড কিলব্যাক বা জলঢোঁড়া সাপ সাধারণত নদী, পুকুর, ড্রেন, কৃষিজমি বা কুয়োতে পাওয়া যায়। বিষাক্ত নয়, তবে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ১৯৭২-র অধীনে প্রজাতিটি সংরক্ষিত বলে ঘোষিত। জানা গিয়েছে, অমিত শাহের বাড়ির গার্ডরুমে কাঠের দুটি প্যানেলের মাঝখানে কোনও ভাবে ঢুকে পড়েছিল সাপটি। নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ওয়াইল্ডলাইফ এসওএস নামক এনজিও সংস্থার হেল্পলাইন নম্বরে ফোন করা হয় এবং সাপটি উদ্ধার করার কথা জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই ওই সংস্থার দুই কর্মী যাবতীয় সরঞ্জাম নিয়ে উপস্থিত হন এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় গার্ডরুম থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

Exit mobile version