Site icon janatar kalam

অসম সফরে গিয়ে মা কামাক্ষার পূজায় ব্রতী হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জনতার কলম ওয়েবডেস্ক :- রাষ্ট্রপতির আসামের দুইদিনের সফরে গৌহাটিতে গিয়ে মা কামাক্ষা মন্দির পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কড়া আইনি নিরাপত্তা ছিল। মন্দির প্রাঙ্গনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মের সাথে উপস্থিত ছিল এদিন আসামের রাজ্যপাল অধ্যাপক ড : জগদীশ মুখী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, এবং আসামের অন্যান্য মন্ত্রী পরিষদগণ। আজ তিনি অনেক কর্মসূচি রয়েছে যা অংশ গ্রহণ করে সম্পন্ন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম।

Exit mobile version