দেশে বাড়ছে মৃত্যুর হার। সোমবারই আক্রান্ত ছাড়িয়ে গেছিল ১ লক্ষ। এবার আরও বাড়ল সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট জানাচ্ছে, শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭০ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। শেষ ২৪ ঘন্টার তথ্য মিলে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ১৩৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৩১৬৩ জনের।
সোমবারেই অবশ্য দেশে করোনা আক্রান্ত ৫ ছাড়িয়ে গিয়েছিল ১ লক্ষের গণ্ডি। লকডাউন ৪.০ তে কিছুটা শিথিলতা আনতেই বেড়েছে সংক্রামিত রোগীর সংখ্যা। বেশ কয়েকটি রাজ্য করোনভাইরাস থেকে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় বাজার, স্থানীয় পরিবহন এবং এমনকি সেলুনগুলি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে। তবে, স্কুল, কলেজ, থিয়েটার এবং মলগুলি বন্ধ থাকবে। অন্যদিকে দেশে করোনা পরিস্থিতি বিবেচনা করে সোমবার থেকে শুরু হয়েছে লকডাউন। আগামী ৩১ মে পর্যন্ত দেশজুড়ে জারি থাকবে লকডাউন। এই ১৪ দিনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। এরই পাশাপাশি, কেন্দ্র সরকার জানাচ্ছে, ৩১শে মে পর্যন্ত অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্তর্দেশীয় ওষুধ পরিষেবার জন্য বিমান চলাচল করবে। এয়ার অ্যাম্বুলেন্স চালু থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। চতুর্থ দফার লকডাউনে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। নাইট কার্ফু কড়া ভাবে মানার কথা বলা হয়েছে। গাইডলাইনে বলা হয়েছে যে, সন্ধে ৭ থেকে সকাল ৭টা পর্যন্ত ‘নাইট কারফিউ’ জারি থাকবে। জরুরি প্রয়োজন বাদে অনুমতি ছাড়া কখনই বেরনো যাবে না রাস্তায়, গাইডলাইনে সাফ জানিয়ে দেওয়া হয়েছে| এক্ষেত্রে প্রয়োজনে ১৪৪ ধারায় জারি করা যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। সাধারণ মানুষ নাইট কার্ফুর নিয়ম না মানলে কড়া শাস্তি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।