Site icon janatar kalam

অনুমতি ছাড়া বেরনো যাবে না রাস্তায়, সন্ধে ৭ থেকে সকাল ৭টা পর্যন্ত ‘নাইট কারফিউ’, জরুরি প্রয়োজন,

করোনা রুখতে এবার জোর ক্লাস্টার জোনে বাড়তি নজর। গাইডলাইন জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। বাড়ি বাড়ি গিয়ে নজরদারির নির্দেশ। রাজ্যগুলিকে র‍্যাপিড রেসপন্স টিম মোতায়েনের কথাও বলা হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়। জরুরি পরিষেবা ছাড়া ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে উড়ান। ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেল পরিষেবা। ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, রেস্তোরাঁ। রাজ্যের অনুমতি নিয়ে চলতে পারে আন্তঃরাজ্য বাস, গাড়ি। ৬৫ বছরের ঊর্ধে ব্যক্তি, গর্ভবতীদের বাইরে বেরোতে নিষেধ। ১০ বছরের শিশুদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ। দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১ হাজার ১৩৫। এরপরই আছে গুজরাত। ওই রাজ্যে আক্রান্ত ১০ হাজার ৯৮৮। মৃত্যু হয়েছে ৬২৫ জনের। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৪৩। আক্রান্ত ৪ হাজারের বেশি। রাজস্থানে করোনা আক্রান্ত ৪ হাজার ৯৬০। মৃত্যু হয়েছে ১২৬ জনের। রাজধানী দিল্লিতে ৯ হাজারের বেশি আক্রান্ত। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১২৯ জনের।

Exit mobile version