বৃহস্পতিবার ভয়ঙ্কর তুষারধসে নিহত ২ ভারতীয় সেনার মৃত্যুর কথা জানাল সেনা। উত্তর সিকিমের লুঙ্গনাক লা এলাকায় এই তুষারধসের ঘটনা ঘটে। ভয়াবহ এই তুষারধসে বৃহস্পতিবার ১৭-১৮ জন চাপা পড়ে যান। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, লা অঞ্চলে তুষারপাতের ঘটনায় একজন লেফটেন্যান্ট কর্নেল এবং ভারতীয় সেনার এক জওয়ান নিহত হয়েছেন। এই জওয়ানরা মূলত টহলদারি চালাচ্ছিলেন। সেনার তরফে জানানো হয়েছে, উদ্ধারকারী দল এবং স্থানীয় সংগঠনের ব্যাপক চেষ্টা সত্বেও বরফের নীচে আটকা পড়ে থাকা লেফটেন্যান্ট কর্নেল রবার্ট টিএ এবং স্যাপার সাপালা শানমুখা রাও প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য এই এলাকায় সড়ক পরিবহণ নেই। হেলিকপ্টারে করে এর যোগাযোগ ব্যবস্থা চালু রাখে ভারতীয় সেনা।