Site icon janatar kalam

কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে তলব করলো ইডি

জনতার কলম প্রতিনিধি:- ইডি কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে তলব করল। জানা গিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেটের দিল্লি সদর দফতরের অফিসে আগামীকাল অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও পরশু তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করা হয়েছে বলে। এদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ ইডির তলবে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই খবর ইডিকে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিকে ইডি সূত্রে খবর, সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করা হবে, না এলে ফের সমন পাঠানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তে ইডি-র তদন্তকারীরা দাবি করছেন, দুটি বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য নিয়ে খোঁজ জানতেই অভিষেকের স্ত্রী-শ্যালিকাকে নোটিস পাঠানো হয়েছে। ইডির তরফে দাবি, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তারা তদন্ত করতে গিয়ে ব্যাঙ্কক ও লন্ডনের দুটি ব্যাঙ্ক থেকে যে তথ্য পেয়েছেন, সেই প্রসঙ্গে যাচাই করতেই জিজ্ঞাসাবাদ করতে চান তারা।এদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়ে জারি রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘ যাঁরা বিজেপি করছে না, নাম লেখাচ্ছে না, তাদেরই ডাকা হচ্ছে। শুভেন্দুকে কেন গ্রেফতার করা হবে না?’ অপরদিকে, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টচার্য বলেছেন, ‘ এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত। ইডির সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।’

Exit mobile version