জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- সোমবার গোয়ার এইচসিএম ডঃ প্রমোদ সাওয়ান্ত এর শপথ গ্রহণ অনুষ্ঠানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , এবং দ্বিতীয় মেয়াদে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডঃ প্রমোদ পি. সাওয়ান্তকে শুভেচ্ছা জানান ও ডঃ প্রমোদ পি. সাওয়ান্ত এর নেতৃত্বে গোয়া অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশনায় গোয়াবাসীর আশা-আকাঙ্খা পূরণের জন্য ডাবল ইঞ্জিনের সরকার কাজ করে যাবে বলে অভিমত ব্যাক্ত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া আজ গোয়ায় ভারতীয় জনতা পার্টি সভাপতি, আদরনিয়া শ্রী জেপি নাড্ডা জি, ন্যাশনাল জিএস, বিএল সন্তোষ জি এবং অন্যান্য সিনিয়র নেতাদের উপস্থিতিতে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , পাশাপাশি গোয়ায় কেন্দ্রীয় পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নিতিন গড়করি জি-এর সঙ্গে দেখা করেন তিনি এবং ত্রিপুরার চলমান হাইওয়ে নির্মাণ কাজ ত্বরান্বিত করার বিষয়ে বিশদ আলোচনা করেন ও তিনি কেন্দ্র সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।