Site icon janatar kalam

কলকাতা বিধানসভায় হট্টগোল , সাসপেন্ড বিজেপি বিধায়ক

জনতার কলম প্রতিনিধিঃ- রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে কলকাতা বিধানসভায় হট্টগোল বাঁধলো। হাতাহাতি বেঁধে গেল তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সাদা পোশাকের পুলিশ এনে হামলা চালানো হয় অধ্যক্ষের সামনেই। জানা যায় চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে, রামপুরহাট হত্যাকাণ্ড ও রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করে বিজেপি। কিন্তু, আগে থেকে নোটিস দেওয়া না থাকায়, সেই আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরই, বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন বিধায়করা । নাক ফাটল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ।পাল্টা ভাঙল বিজেপি বিধায়কের চশমা। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এদিন অধিবেশনের শুরুতেই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তাছাড়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষকে, দীপক বর্মন, নরহরি মাহাতোকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বলে জানান যায়।

Exit mobile version