Site icon janatar kalam

গ্রীন জোনে খুলতে চলছে মদের দোকান ,

এই লক ডাউনে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হলেও ক্রেতাদের সামাজিক দূরত্বের নিয়ম মানতে হবে । সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে হবে বিক্রেতা দোকান্দারকেই । পাশাপাশি আরও বলা হয়েছে যে, দোকানদারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পরস্পরের মধ্যে যে অবশ্যই ছয় ফুটের দূরত্ব বজায় থাকে। শুধু তাই নয়, একই সঙ্গে যেন পাঁচজনের বেশি দোকানের সামনে কেউ ভিড় না করে সেই বিষয়টিকেও লক্ষ্য রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর । মদ এবং পানের দোকানকে অবশ্যই এই নিয়ম মানলেই দোকান খোলার ছাত্রপত্র দেওয়া হতে পারে বলে জানাচ্ছে মন্ত্রক।

Exit mobile version