Site icon janatar kalam

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল নয়াদিল্লি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট যোগ করেছেন যে রাশিয়ার ইউক্রেন দখল করার কোনো লক্ষ্য নেই। পুতিন অন্যান্য দেশগুলিকেও সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়ার পদক্ষেপে হস্তক্ষেপ করার যে কোনও প্রচেষ্টার এমন পরিণতি হবে যা তারা আগে কখনও দেখেনি। মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করবে। এই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই পদক্ষেপ নেওয়া হল। 5.00 PM: রুশ হামলায় ইউক্রেনের কমপক্ষে ৪০ সেনা, ২৪ নাগরিক নিহত 3.00 pm: ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করল নয়াদিল্লি। নম্বরগুলো হল +380 997300428, +380 997300483।

Exit mobile version