Site icon janatar kalam

সাধন পান্ডের প্রয়ানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শোক প্রকাশ

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- চলে গেলেন ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। সামলেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর। উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক সাধন পাণ্ডে। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন সাধন পাণ্ডে। ওনার প্রয়ানে ট্যুইটারে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘আমাদের সিনিয়র সহকর্মী, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল। এই ক্ষতিতে গভীরভাবে ব্যথিত। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা।

Exit mobile version