জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- রবিবার দেশের দুই রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশে হচ্ছে তৃতীয় দফার ভোটগ্রহণ এবং ভোট হচ্ছে পঞ্জাবেও। রবিবার তৃতীয় দফায় উত্তরপ্রদেশের ৫৯টি আসনে ভাগ্য নির্ধারণ হবে ৬২৭ জন প্রার্থীর। ১৬টি জেলার ২ কোটিরও বেশি ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এই দফায় ভোট হচ্ছে হাথরস, ফিরোজাবাদ, ফারুখাবাদ, এটার মতো জেলায়। শুধুমাত্র ফারুখাবাদের জন্যই ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, এক দফায় ভোট হচ্ছে পঞ্জাবে। ১১৭ আসনে ১ হাজার ৩০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মোট ভোটদাতার সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ। জানা যায় ভোটের আগেই উত্তেজনা ছড়ায় পঞ্জাবে। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রচার করার অভিযোগ ওঠে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নির বিরুদ্ধে। এদিকে পঞ্জাবের মোগা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ সাচার। তিনি জয়ের বিষয়ে আশাবাদী। মালবিকা বলেছেন, ‘আমি অত্যন্ত ইতিবাচক। অনেকেই আমাকে ফোন করে উৎসাহ দিচ্ছেন। বিদেশ থেকেও অনেকে ফোন করছেন। অনেকেই আমাকে ভোট দেবেন বলেছেন। যদি মানুষের মনে হয় সোনু সুদ একজন তারকা, তাহলে আমার আরও বেশি সুবিধা হবে। আশা করি আমি জয় পাব।’