জনতার কলম নিজস্ব প্রতিনিধি :-পশ্চিমবঙ্গে মোবাইল কথোপকথনে নোংরা ভাষায় সাংবাদিককে আক্রমণের পর এবার বেজায় অস্বস্তিতে প্রাক্তন এমপি এবং শিল্পী কবীর সুমন। সেই ভাইরাল অডিওক্লিপের সূত্র ধরে তার বিরুদ্ধে আরকেপুর থানায় এফ আই আর করছেন স্থানীয় সুরজিৎ ভৌমিক। সুরজিৎবাবুর অভিযোগ সাংবাদিকের সঙ্গে টেলিফোনিক কথোপকথনে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছেন শিল্পী। যে কারণে সমাজে শান্তি সম্প্রীতি বিনষ্ট হতে পারে। সূত্রের খবর এই মামলাকে বেশ গুরুত্ব সহকারে দেখছে গোমতী জেলা পুলিশ।