Site icon janatar kalam

পালিত হল সেনা দিবস, সন্মান জানালেন দেশের রাষ্ট্রেপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী

জনতার কলম প্রতিনিধিঃ- আজ সেনা দিবস। প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালিত হয়। এই দিনটিতে দেশের বীর সেনা, যাঁরা দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তাঁদের সম্মান জানানো হয়। পদাতিক, নৌ এবং বায়ুসেনার সদর দফতরগুলিতে মহাসমারোহে পালিত হয় এই বিশেষ দিনটি। করোনার জেরে এ বারে বিধিনিষেধ মেনে পালন করা হচ্ছে সেনা দিবস। শনিবার তারই উপলক্ষে দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানালেন তিন সশস্ত্র বাহিনীর প্রধান। সেনাপ্রধান এমএম নারাভানে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী ও নৌবাহিনীর প্রধান আর হরি কুমার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিন বিশেষ এই দিনটিতে ট্যুইটারে অভিবাদন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন ‘ভারতীয় সেনা তাঁদের সাহসিকতা এবং পেশাদারিত্বর জন্যই পরিচিত। জাতীয় নিরাপত্তার জন্য তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা শব্দ দিয়ে ব্যাখ্যা সম্ভব নয় বলে।

Exit mobile version