Site icon janatar kalam

দেশ দেখতে চায় ফের একবার নরেন্দ্র মোদি সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নমো অ্যাপের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগ গ্রহণ করেছে প্রদেশ বিজেপি । ইতিমধ্যেই সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন স্তরে কাজ শুরু করে দিয়েছে দল । বিশেষ করে প্রদেশ বিজেপি আইটি সেলকে শক্তিশালী করতে সোশ্যাল মিডিয়ার সবকটি সেল উদ্বিগ্ন হয়ে পড়েছে । কেননা আইটি সেলকে শক্তিশালী করতে পারলেই প্রদেশ বিজেপির সবকটি সেল শক্তিশালী হয়ে পড়বে ।ইতিমধ্যেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে বিজেপি দল । পাশাপাশি সবকটি সামাজিক মাধ্যম কে একত্রিত করে এ বছর ময়দানে নামবে বিজেপি । এবছর দল একটিভ করতে চাইছে নম অ্যাপ কে ইতিমধ্যেই রাজ্যে এসে গেছে নমো অ্যাপের রাষ্ট্রীয় কনভেনার শৈলেস পান্ডে । এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুনরায় ক্ষমতায় ফিরাতে সব কটি সংগঠন উঠে পড়ে লেগেছে । ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপি দলের সব কয়টি অঙ্গ সংগঠন । কেননা দেশের মানুষ পুনরায় ক্ষমতায় দেখতে চায় নরেন্দ্র মোদি সরকারকে ।

 

 

Exit mobile version