জনতার কলম ওয়েবডেস্ক :- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম।
একদিকে যখন দেশের মানুষ মূল্যবৃদ্ধি,ক্ষুদার্থ,স্বাস্থ্য, বিদ্যুত, কর্ম ব্যবস্থা নিয়ে জর্জরিত ঠিক এই সময়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা বানিয়েছেন বলে বাংলাদেশের একাংশ নাগরিকদের অভিমত।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ৫ই আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কতটা ভেঙে পড়ছে এটা আর বলার অপেক্ষা রাখেনা। ঠিক এই সময়ে দেশের ভার কাঁধে নিয়ে ৬মাস পেরোতে না পেরোতে নাহিদ ইসলামের পদত্যাগ বাংদেশের বর্তমান পরিস্থিতি প্রকাশ্যে চলে এসেছে।
যদিও নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি। পাশাপাশি নতুন রাজনৈতিক দলেও তিনি অংশ নিতে আগ্রহের কথা জানান।