Site icon janatar kalam

দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পদত্যাগ প্রধানমন্ত্রীত্ব থেকে!

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়েছেন। তার হেলিকপ্টার ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা পদত্যাগ করেছেন। রিজার্ভেশন নিয়ে একমাস চলমান উত্তেজনার পর অবশেষে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে তাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়।

এদিকে বাংলাদেশে অভ্যুত্থান নিয়ে জল্পনা চলছে। দেশের একটি বড় অংশে সেনাবাহিনীর ট্যাংক ঘুরে বেড়াচ্ছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছে।সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, সেনাবাহিনী নিজেই হাসিনার পদত্যাগ চেয়েছে। সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান। কিছু সময়ের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান।

Exit mobile version