Site icon janatar kalam

দেশে মোদীর ঝড় উঠেছে, এই ঝড়ে উড়ে যাবে ইন্ডিয়া নামে বদনাম করা জোট : সুশান্ত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে অম্পিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অম্পিনগর গার্লস স্কুল ময়দানে এক জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এ দিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী চৌধুরী আমাদের দেশে ও রাজ্যের গরিব অংশের মানুষের জন্য প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছেন তা জনসম্মুখে তুলে ধরেন।

তাছাড়া তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু একটা নাম নয়, একটা ব্র্যান্ড। তাই দেশের মানুষ এবার তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন। মোদীজীর পক্ষে যে জন ঝড় উঠেছে, এতেই এ রাজ্যের কংগ্রেস-সিপিএম অশুভ জোট এবং ইন্ডিয়া জোট উড়ে যাবে। এদিনের এই জনসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অনেকে।

 

 

 

Exit mobile version