জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যথেষ্ট আস্থা রয়েছে। নরেন্দ্র মোদীর বিকল্প নেই। দেশের জন্য প্রয়োজন নরেন্দ্র মোদীর। রাজ্যে পা রেখেই সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই দাবি করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।
প্রসঙ্গক্রমে তিনি বলেন উড়িষ্যা রাজ্যের লোকসভা নির্বাচনে উনাকে দায়িত্ব দিয়েছিল বিজেপি। সেখানে তিনি দলের হয়ে কাজ করেছেন। উড়িষ্যার যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। তাই উড়িষ্যার মানুষ অসন্তুষ্ট। ভোট গণনার আগের দিন সোমবার আগরতলায় এলেন বিপ্লব কুমার দেব। এম বি বি বিমানবন্দরে উনাকে স্বাগত জানান দলীয় কর্মীরা।