জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্প দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে একটি অভিনব পদক্ষেপ। এটি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ইকো সিস্টেমের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রধানকারী এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করার ব্যবস্থাপনা প্রদান করে।
দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে উন্নত করার জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পরিকল্পনা করা হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার যুগ্ম মিশন অধিকর্তা বিনয় ভুষণ দাস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা। যুগ্ম অধিকর্তা জানান এই প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে রবিবার আয়ুষ্মান ভারতের ডিজিটাল মিশন রাজ্য শাখার উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ডাক্তার ,নার্স এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের সাথে একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
তিনি জানান এই মিশনের অতি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ১৪ সংখ্যায় আভা নাম্বার যার মাধ্যমে দেশের প্রত্যেকটি নাগরিককে নিজের স্বাস্থ্য সমন্ধিত তথ্য ডিজিটাল সংরক্ষণ এবং প্রয়োজন অনুসারে সে তথ্য ব্যবহার করতে সাহায্য করবে। সরকারিভাবে তৈরি করে দেওয়া হবে। সরকারি বিভিন্ন হাসপাতালে এই আভা আইডি তৈরি করতে পারবেন লোকজন। এছাড়ো আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নথিও সংগ্রহ করবেন।