Site icon janatar kalam

দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন হলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত : রাহুল 

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-এর জন্য আসামে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আসামে কামরূপে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলছেন, দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীদের একজন হলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।

এছাড়াও অসমের বেকারত্ব নিয়েও সরব হন রাহুল। তিনি বলেন,’ যখনই আমি রাজ্যে যাই তখন সেখানকার লোকেরা আমাকে বলে ব্যাপক বেকারত্ব, ব্যাপক দুর্নীতি, ব্যাপক মূল্যবৃদ্ধি, কৃষকরা সংগ্রাম করছেন এবং এই রাজ্যে কোনও যুবক কাজ পাচ্ছেন না। এই সমস্যাগুলি মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।’

এদিন রাহুল আরো বলেন, ‘আসামের মুখ্যমন্ত্রী যাত্রার বিরুদ্ধে যা করছেন, তাতে যাত্রার সুফল হচ্ছে। যে প্রচার আমরা হয়তো পাইনি, বিরোধ করে আসামের মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সাহায্য করছেন। এবার আসামের মূল ইস্যু হল যাত্রা। এটা তাদের ভয় দেখানোর কৌশল। আমাদের ন্যায়ের বার্তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।”

Exit mobile version