Site icon janatar kalam

দেশের ভাবমূর্তি খাটো করতে ভুয়া প্রচার ছড়াচ্ছে কংগ্রেস: অভিযোগ বিজেপির

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে নষ্ট করার জন্য কংগ্রেস উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে— এমনই অভিযোগ তুলল বিজেপি। আজ নয়া দিল্লিতে এক প্রেস কনফারেন্সে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র দাবি করেন, ২০১৪ সাল থেকে কংগ্রেস পার্টি, তাদের সোশ্যাল মিডিয়া টিম এবং বামপন্থী পরিচিত মুখরা মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশকে লক্ষ্য করে ভুয়া আখ্যান তৈরি করছে।

তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস নেতৃত্ব এই প্রচারের জন্য বিদেশ থেকে পরিচালিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করছে। সম্বিত পাত্রর দাবি, বিশেষ ইনটেনসিভ রিভিশন (SIR)–কে কেন্দ্র করে বিরোধীরা বিদেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একটি মিথ্যা বয়ান দাঁড় করানোর চেষ্টা করেছে।

বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের ভুয়া প্রচার শুধু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণই করছে না, বরং গণতান্ত্রিক কাঠামোকে বিভ্রান্ত করার অপচেষ্টা।

Exit mobile version