জনতার কলম ওয়েবডেস্ক :- জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানি কামার মহসিন শেখ নামক বোন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনায় তাঁকে রাখি পরাবেন। কামার মহসিন শেখ বিবাহ সূত্রে বর্তমানে ভারতের বাসিন্দা। গত ২ বছর কোভিডের জন্য তিনি দিল্লিতে হাজির হতে পারেননি গুজরাটের আহমেদাবাদ থেকে। এ বছর তাই রাখির আগে দিল্লিতে হাজির প্রধানমন্ত্রীর পাকিস্তানি বোন। নিজের হাতে লাল রঙের রাখি তৈরি করেছেন প্রধানমন্ত্রীর জন্য। সিদূঁরের রং লাল, শক্তির উত্স লাল। তাই দাদা নরেন্দ্র মোদীর জন্য লাল রঙের রাখি তিনি তৈরি করেছেন বলে জানান কামার মহসিন শেখ।