Site icon janatar kalam

দেশের প্রথম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে এবছরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের প্রথম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে এবছরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো কংগ্রেস। ১৪ নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মজয়ন্তী। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন জহর লাল মঞ্চের রাজ্য ইনচার্জ মনোজ দত্ত, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস এবং দলীয় পতাকা উত্তোলন করেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তারপর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব সহ কর্মী সমর্থক।

পরে গান্ধীঘাট গিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস। একই সাথে শিশুদের নাচ গান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে স্টুডেন্ট হেলথ হোমে। জওহর লাল নেহেরুর জন্মদিন প্রতিবছর শিশু দিবস হিসেবে পালন করা হয়।

Exit mobile version