দেশের এই যুদ্ধকালীন পরিস্থিতে সরকারের পাশে আমরা বাঙালি দল
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের এই যুদ্ধকালীন পরিস্থিতে আমরা বাঙালি দল সরকারের পাশে আছে। এই সময় দরকার দেশবাসী যেন ঐক্যবধ্য থাকে। আমরা বাঙালি দলও সেই মতো কেন্দ্রীয় সরকারের পাশেই আছে। কিন্তু সম্প্রতি গুজরাট, উড়িষ্যা, দিল্লিতে বাংলাদেশি বলে বাঙালিদের উপর যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে তার তীব্র নিন্দা করে আমরা বাঙালি দল।
বুধবার দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি দাবি জানান, এই সময়ে যেন বাংলাদেশি তকমা দিয়ে বাঙালিদের উপর আক্রমণ বন্ধ করা হয়। সবার মধ্যে একতা ও সম্প্রীতি কামনা করেন তিনি। সাংবাদিক সম্মেলনে দলের অন্যান্য কার্যকর্তারাও ছিলেন।