Site icon janatar kalam

“দেশজুড়ে গণেশ চতুর্থীর উচ্ছ্বাস, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী”

জনতার কলম ওয়েবডেস্ক :- গণেশ চতুর্থী উপলক্ষে দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল থেকেই সর্বত্র ভেসে আসছে “গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া”–র জয়ধ্বনি। ভক্তরা ঘরে, বাসস্থানে ও সর্বজনীন প্যান্ডেলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বাপ্পাকে বরণ করে নিচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই শুভক্ষণে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে লিখেছেন—

“আপনাদের সকলকে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। ভক্তি ও আস্থায় ভরা এই পবিত্র দিন সকলের জন্য মঙ্গলময় হোক। ভগবান গজানন যেন তাঁর সকল ভক্তকে সুখ, শান্তি ও সুস্বাস্থ্য দান করেন। গণপতি বাপ্পা মরিয়া!”

ভিনায়ক চতুর্থী বা ভিনায়ক চবিথি নতুন সূচনার প্রতীক হিসেবে পালিত হয়। শুভ কাজের আগে যাঁকে প্রথম পূজা করা হয় সেই বিঘ্নহর্তা ভগবান গণেশের আরাধনায় রঙিন হয়ে ওঠে দেশ-বিদেশ। সাজানো-পোশাক পরিহিত ঘরবাড়ি, প্যান্ডেল, প্রার্থনা, সঙ্গীত আর প্রাণবন্ত শোভাযাত্রায় ভরে ওঠে চারপাশ। ভক্তরা তাঁর বুদ্ধি ও প্রজ্ঞার জ্যোতি উদযাপন করেন এই উৎসবে।

Exit mobile version