জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবসহ অন্যান্য আধিকারিকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে দেশের বীর সেনানিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। তারপর রাজ্যবাসীকে হার্দিক অভিনন্দন জানান মন্ত্রী রতন লাল নাথ।এদিন তিনি বলেন , এবছর ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি আজাদীকা অমৃত মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এবারের স্বাধীনতা দিবসের স্লোগান মেরি মিট্টি মেরি দেশ। তাছাড়া এই স্বাধীনতা দিবসে দেশবাসী হিসেবে আমাদের প্রধান কর্তব্য হলো দেশের শত্রুকে চিহ্নিত করা যারা দেশকে ভালোবাসে না তাদের এই দেশে থাকার কোন অধিকার নেই, তাছাড়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পঞ্চ প্রাণ পনের কথা বলেছেন সেই পনের মধ্য দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত ও ২০৪৭ সালের মধ্যে ভারত বর্ষকে সমৃদ্ধশালী ও বিকাশশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার যে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন সেই শপথে তিনিও শপথ নিয়েছেন বলে জানান তিনি।