Site icon janatar kalam

দেশকে ঐক্যবদ্ধ রাখতে কংগ্রেসের পদযাত্রা আগামী ৭ই সেপ্টেম্বর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশকে ঐক্যবদ্ধ রাখতে কংগ্রেস নেতা রাহুল গান্ধি সূচনা করেছিলেন ভারত জড়ো যাত্রা। এই যাত্রা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত সুদীর্ঘ ৪০০০ কিলোমিটার এর উপরে ১৩৬ দিন পদযাত্রা করেন রাহুল গান্ধী। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ১৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এতে তিনি দেশের বিভিন্ন ভাষা জাতি গোষ্ঠীর মানুষকে শামিল করতে সক্ষম হয়েছিলেন। বর্তমান শাসকদলের দেশবিরোধী নীতির অভিযোগ এনে, বিদ্বেষ বিভাজনের রাজনীতি, বেরোজগারি, মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দেশকে ঐক্যবদ্ধ রাখার বার্তা নিয়েই রাহুল গান্ধী এই পদযাত্রা শুরু করেন। মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই পদযাত্রা বর্ষপূর্তি আগামী ৭ সেপ্টেম্বর। তাই এদিন গোটা দেশজুড়ে এক ঘন্টার কর্মসূচি সংঘটিত করার সিদ্ধান্ত নেয় কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব। দলের সর্বভারতীয় এই কর্মসূচি রাজ্যেও অনুষ্ঠিত হবে। এদিন রাজ্যের সব কটি সাংগঠনিক জেলাতে এক যুগে অনুষ্ঠিত হবে ১ ঘন্টার কর্মসূচি। আর এই কর্মসূচিকে সফল করে তুলতে মঙ্গলবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল সহ বিভিন্ন সংগঠনের রাজ্য নেতৃত্ব। বৈঠকে সিদ্ধান্ত হয় ৭ সেপ্টেম্বর রাজ্যের সবকটি সাংগঠনিক জেলাতে এক ঘন্টার পদযাত্রাসহ সভার মাধ্যমে মহান পদযাত্রার যে উদ্দেশ্য এবং দেশকে ঐক্যবদ্ধ রাখা, দেশের কৃষ্টি সংস্কৃতি ও সংহতিকে যারা বিপন্ন করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠকে আরও সোচ্চার করে তোলা হবে। এদিনের বৈঠক থেকে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

 

 

Exit mobile version