Site icon janatar kalam

দেশকে আবার ভাগ করার পরিকল্পনা করছে কংগ্রেস, কংগ্রেস পরিবার তন্ত্রে বিশ্বাসী : অসীম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ভারত কিভাবে চলবে এবং দিশা কি হবে তা বিজেপির লোকসভা নির্বাচনের ইস্তেহারে রয়েছে। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দলমত নির্বিশেষে দেশের মানুষের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্বল অংশের মানুষকে স্থিতিশীল জায়গায় দাঁড় করানোর জন্য মোদীজি কাজ করছেন। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য।

তিনি এদিন সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের ইস্তেহারে আগামী দিনে দেশ কিভাবে পরিচালিত হবে তাঁর সদর্থক কোন দিশা দেখাতে পারেনি কংগ্রেস। তিনি বলেন কংগ্রেসের ইস্তেহার দেখে উপলব্ধি করা গেছে কংগ্রেস চিরাচরিত প্রথায় তোষামোদের ভিত্তিতে দেশকে শাসন করার যে পরিকল্পনা আগেও নিয়েছিল, বর্তমানে সেটাই নিয়েছে।

অসীম বাবু অভিযোগ করেন কংগ্রেসের একটাই এজেন্ডা নরেন্দ্র মোদীকে প্রধান মন্ত্রিত্ব থেকে সরানো। তিনি অভিযোগ করেন দেশকে আবার ভাগ করার পরিকল্পনা করছে কংগ্রেস। তিনি বলেন, কংগ্রেস পরিবার তন্ত্রে বিশ্বাসী।

 

 

Exit mobile version