জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি – প্রায় দেড় লক্ষ টাকার ফেনসিডিল আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ। রুটিন চেকিংয়ে একটি গাড়িকে সিগনাল দিলে গাড়িটি পুলিশকে পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দ্রুত গাড়িটির পিছনে ধাওয়া করে ঋষ্যমুখ ব্লকের গজারিয়া দেবীপুর এলাকায় গিয়ে গাড়িটিকে আটক করে। তবে পুলিশ গাড়ির চালককে আটক করতে ব্যর্থ হয়েছে। কেননা পুলিশের ধাওয়া খেয়ে গাড়ির চালক গজারিয়া দেবীপুর এলাকায় যাওয়ার পর রাস্তার সাইডে গাড়িটিকে থামিয়ে পালিয়ে যায়। তিনটি কার্টুনে মোট ২৩৫ বোতল ফেনসিডিল ছিলম। বিলোনিয়া থানার পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে আসে। তবে মূল আসামিকে ধরতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে বলে জানা যায়।