জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের গুয়াহাটি থেকে ত্রিপুরাতে প্রবেশের পথে অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক দেড় কোটি টাকা মূল্যের নেশার সিরাপ। বুধবার সকাল সাতটা নাগাদ একটি লরি অসম পুলিশের নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি করে বিভিন্ন পণ্য সামগ্রীর মধ্যে থাকা ১০৫ কার্টুনে মোট ৩১ হাজার ৬৮০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করেছে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এই বহু মূল্যের নেশা সামগ্রী আগরতলা হয়ে বাংলাদেশে পাচার করা হবে বলেও জানা গেছে। এভাবে পরপর নেশা সামগ্রী আটকে অসম পুলিশ অত্যন্ত তৎপরতার পরিচয় দিচ্ছে।