Site icon janatar kalam

দূর্গাপূজার ভিড় সামলাতে এখন থেকেই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাস্তায় নামল পুর নিগম ও ট্রাফিক বিভাগ  

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-উৎসবের দিনগুলিতে রাজধানীর রাস্তাঘাট যাতে স্বাভাবিক থাকে এবং নাগরিকদের যাতায়াতে ভোগান্তি না হয়, সেই লক্ষ্যেই দুর্গাপূজার আগে আগরতলা পুর নিগম ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে শুরু হলো বিশেষ অভিযান। আজ সকাল থেকে কামান চৌমুহনী থেকে পোস্ট চৌমুহনী পর্যন্ত বিস্তৃত এলাকায় এই অভিযান চলে।

পুর নিগমের এক পদস্থ আধিকারিক জানান, শহরের নানা প্রান্তে গাড়ি, বাইক কিংবা স্কুটি যেখানে সেখানে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। রাস্তার মোড়, সংকীর্ণ গলি কিংবা ধারের জায়গাগুলোতে নিয়ম না মেনে পার্কিং করার ফলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এদিন অভিযানে বহু যানবাহন সরিয়ে দেওয়া হয় এবং কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয়।

এছাড়া ফুটপাত দখল করে বসানো অস্থায়ী খাবারের দোকান থেকেও প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। পুর নিগম জানিয়েছে, প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকলেও অনেক দোকানদার নিয়ম মানছেন না। আগে থেকেই সতর্ক করা হলেও বাস্তবে তেমন ফল মেলেনি।

অভিযানে অংশ নেওয়া এক আধিকারিক বলেন, “আমাদের লক্ষ্য শুধু যানজট নিয়ন্ত্রণ নয়, দুর্ঘটনা প্রতিরোধও। দুর্গাপূজার সময় রাজধানীতে প্রচুর মানুষের ভিড় হয়। সেই সময়ে যাতে সাধারণ মানুষ ও জরুরি পরিষেবা নির্বিঘ্নে চলতে পারে, তাই এখন থেকেই শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন করার চেষ্টা চলছে।”

প্রশাসনের দাবি, কেবল সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়—শহরকে যানজট মুক্ত রাখতে নাগরিকদের সচেতনতা এবং নিয়ম মেনে চলাও জরুরি। উৎসবের আগে এই উদ্যোগ শহরে শৃঙ্খলা ফেরাতে কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

Exit mobile version