Site icon janatar kalam

দুর্যোগ মোকাবিলায় পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসে প্রস্তুতি সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে সম্ভাব্য দুর্যোগ ও কালবৈশাখী ঝড় মোকাবিলা উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. বিশাল কুমারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সমাহর্তা সজল বিশ্বাস, সদর, জিরানীয়া, মোহনপুর মহকুমার মহকুমা শাসকগণ, পশ্চিম জেলার অন্তর্গত ৯টি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী বর্ষার আগেই পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়, মহকুমা শাসক অফিস, টি.এস.আর. দ্বিতীয় ও দশম ব্যাটেলিয়নকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হবে। এছাড়া দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনসাধারণের জন্য পর্যাপ্ত ও নিরাপদ আশ্রয়স্থল এবং গবাদি পশুর জন্য আলাদা জায়গা, ত্রাণ শিবির সনাক্ত করা, জল, বিদ্যুৎ, ত্রাণ সামগ্রীর ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Exit mobile version