Site icon janatar kalam

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আহ্বান বিপ্লব কুমার দেবের

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে আয়োজিত পরামর্শদাতা কমিটির সভায় অংশগ্রহণ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। সভায় তিনি “দুর্যোগ ব্যবস্থাপনা ও সক্ষমতা বৃদ্ধি” বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষদের পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রক্রিয়ায় দেরি হলে তাদের পুনর্বাসনে সমস্যা দেখা দেয়।

বিপ্লব দেবের এই দাবি সুনজরে রাখার পর কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৯ আগস্ট ২০১৯ তারিখে আইএমসিটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য যথেষ্ট অর্থ বরাদ্দের পাশাপাশি আইএমসিটি প্রাকৃতিক দুর্যোগের প্রভাবিত এলাকা পরিদর্শন করবে এবং রাজ্য প্রশাসনের ক্ষয়ক্ষতি ও ত্রাণ মূল্যায়ন নিশ্চিত করবে, যাতে বরাদ্দকৃত অর্থ দ্রুত এবং কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত পরিবার পর্যন্ত পৌঁছায়।

Exit mobile version