জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারের বিভিন্ন স্থানে শুক্রবার জনসভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সরকারের নতুন দুর্নীতি-বিরোধী আইন নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “দুর্নীতি মুক্ত ভারতের জন্য সবাই সমানভাবে দায়বদ্ধ। নতুন আইন অনুযায়ী, যদি কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী গুরুতর অভিযোগে ৩০ দিনের মধ্যে জামিন না পান, তাহলে ৩১তম দিনে তাদের পদত্যাগ করতে হবে।”
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “এই আইন দেশের প্রধানমন্ত্রীকেও অন্তর্ভুক্ত করে। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। যদি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর লড়াই করতে হয়, কোনো নেতা যেন ব্যবস্থা থেকে বাদ না থাকে।”মোদির আক্রমণ কংগ্রেস ও আরজেডিকে নিয়েও। তিনি বলেন, “স্বাধীনতার পর কংগ্রেস ৬০-৬৫ বছর ক্ষমতায় থেকেও দুর্নীতির দীর্ঘ তালিকা রেখে গেছে। আর আরজেডির দুর্নীতি? তা তো বিহারের প্রতিটি মানুষ জানে।”
নতুন আইনের উদাহরণ দিয়ে তিনি বলেন, “আজ যদি কোনও ছোট সরকারি কর্মচারীকে ৫০ ঘণ্টা ধরে হেফাজতে রাখা হয়, তবে সে স্বয়ংক্রিয়ভাবে নিলম্বিত হয়। কিন্তু মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রধানমন্ত্রী হলে তারা জেল থেকেও ক্ষমতার সুবিধা নিতে পারেন। কেন এই নিয়ম তাদের জন্য প্রযোজ্য হবে না?”
শেষে প্রধানমন্ত্রী মোদি বলেন, “কংগ্রেস ও আরজেডি কখনও জনগণের অর্থের মূল্য বুঝতে পারেনি। তাদের কাছে জনগণের অর্থ মানে শুধু নিজের তিজোরি পূর্ণ করা। এজন্য প্রকল্পগুলো বছরের পর বছর আটকে থাকত, আর তারা সেই প্রকল্প থেকে নিজেদের সুবিধা নিত।”