জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের আর্থিক উত্থানকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একসময় বিপিএল তালিকাভুক্ত পরিবারের সদস্য ছিলেন তিনি, আর এখন তাঁর পরিবার রাজ্যের অন্যতম শীর্ষ করদাতা—এই নাটকীয় পরিবর্তন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা ও সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী।
সোমবার আগরতলায় সাংবাদিক বৈঠকে জিতেন্দ্রবাবু বলেন, “মন্ত্রী সুধাংশু দাস দুর্নীতির সাগরে ভাসছেন। তিনি নিজেই প্রকাশ্যে বলেছেন, বিভিন্ন ‘সোর্স’ থেকে টাকা নেন। এমনকি দাবি করেছেন, মন্ত্রিসভার অন্য সদস্যরাও নেন। তিনি একে ঘুষ না বলে ‘প্রণামী’ বা ‘নৈবেদ্য’ বলে আখ্যা দিয়েছেন।’’
বিরোধী দলনেতার দাবি, কয়েক বছর আগেও সুধাংশু দাসের পরিবার ছিল আর্থিকভাবে পিছিয়ে পড়া—বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত। অথচ আজ তাঁদের পরিবার রাজ্যের উচ্চ করদাতাদের তালিকায়। “অবৈধ উপায়ে অর্থ উপার্জন ছাড়া এ ধরনের রূপান্তর সম্ভব নয়,” মন্তব্য করেন জিতেন্দ্র চৌধুরী।
তিনি আরও জানান, গত সাত বছরে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে বিধানসভার ভিতরে ও বাইরে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি বলেন, “রাজ্যে প্রশাসনিক শুদ্ধতা বজায় রাখতে হলে, এ ধরনের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে।”