জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনার রোধে বিশালগড় জাঙ্গালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মূল ফটকের সামনে বসানো হবে নতুন নাকা পয়েন্ট। বৃহস্পতিবার নাকা পয়েন্টের স্থান ও বিদ্যালয়টি পরিদর্শন করেছে বিধায়ক সুশান্ত দেব, মহকুমা শাসক পুলিশ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব জানান, জাঙ্গালিয়া স্কুলের এই স্থানটিতে বহু দুর্ঘটনা ঘটেছে।