জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনার কবলে টমটম। তাতে গুরুতর আহত হন এক মহিলা। উনার নাম অনিমা দে, বয়স আনুমানিক ৪৫। তিনি আশা কর্মী বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটে সোমবার রাজধানীর দশমী ঘাট এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহত মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। তার পায়ে মারাত্মক ছোট রয়েছে।
তবে ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। শহর আগরতলায় যান দুর্ঘটন। উত্তরোত্তর বেড়েই চলেছে। অটো টমটম ও রিকশার সংখ্যা অত্যাধিক হবে বেড়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকছে। এরা মানছে না ট্রাফিক আইন। অথচ ট্রাফিক কর্মীরা এসব ছোট যাত্রীবাহী যানগুলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফাইন আদায় করা হয় শুধু দ্বিচক্র যান চালকদের কাছ থেকেই। আর এর ফলেই যান দুর্ঘটনা বাড়ছে বলে সাধারণ মানুষের অভিমত।