Site icon janatar kalam

দুর্গা বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে সমাপ্ত হলো মহাসপ্তমী পূজা 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানীর দুর্গাবাড়িতে প্রতিবছর বাসন্তী পূজা করা হয়ে থাকে। বসন্তকালে এই পূজা হয় বলেই বাসন্তী পূজা নামে পরিচিত। সরকারিভাবে ভাবে রাজধানীর দুর্গা বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে এই পূজা করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রবিবার হয় দেবীর বোধন।  সোমবার মহাসপ্তমী।

সকাল থেকেই প্রথা রীতি নীতি মেনে নিয়ম নিষ্ঠার সঙ্গে হয় সপ্তমী পূজা। নিয়ম মেনে হয় বলিও। দুপুরে হয় অন্নভোগ। এদিন সকাল থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে লোকজন দুর্গা বাড়িতে মায়ের আশীর্বাদ নিতে ভিড় করেন। দুর্গা বাড়ির পুরোহিত জানান সন্ধ্যায় হবে আরতি। মঙ্গলবার সকালে অষ্টমী পূজা হবে।

শরতকালের দুর্গা পূজা মহাসমারোহে করা হলেও সেটি দেবী দুর্গার অকাল বোধন। আর বাসন্তী পূজা তেমন ভাবে করা নাহলেও এটি হল কালের পূজা। রাজধানী আগরতলা দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় বাসন্তী পূজা হচ্ছে।

Exit mobile version