Site icon janatar kalam

দুর্গাপূজার ছুটিতেও আগরতলায় খোলা থাকবে নির্দিষ্ট পেট্রোল পাম্প

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আসন্ন দুর্গোৎসবের দিনগুলোতে জনসাধারণের সুবিধার্থে আগরতলা পৌর এলাকা ও সংলগ্ন অঞ্চলে নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্প খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর। দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাতে ডিজেল ও পেট্রোল সংগ্রহে কোনো অসুবিধা না হয়, তার জন্য ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কয়েকটি পাম্প সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।

 

📌 ২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার)

 

রাজধানী পেট্রোলিয়াম, বড়দোয়ালী

 

এস কে পেট্রোলিয়াম, রাধানগর

 

বিশ্বাস এন্ড সন্স, পুরাতন মোটরস্ট্যান্ড

 

হাইওয়ে পেট্রোলিয়াম, খয়েরপুর

 

 

📌 ৩০ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার)

 

এন জি সাহা, বাধারঘাট

 

ললিত পেট্রোলিয়াম এজেন্সি, ধলেশ্বর

 

অশোক পেট্রোলিয়াম এজেন্সি, দুর্গাবাড়ি

 

জোৎস্না ফিলিং স্টেশন, গণরাজ চৌমুহনী

 

 

📌 ১ অক্টোবর ২০২৫ (বুধবার)

 

আশিষ পেট্রোলিয়াম, রাধানগর

 

নবারুণ পেট্রোলিয়াম, বিদুরকর্তা চৌমুহনী

 

সরলা স্টোর্স, চন্দ্রপুর

 

জনকল্যাণ পেট্রোলিয়াম, টিআরটিসি

 

 

📌 ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে যেসব পাম্প

 

মহানাম অয়েল সিটি, রানীরবাজার

 

এস এস পেট্রোলিয়াম, মাধববাড়ি

 

বি কে পেট্রোলিয়াম, খয়েরপুর

 

বি কে পেট্রোলিয়াম, এডহক, বড়জলা

 

সুরিন্দর সিংহ, জিরানিয়া

 

ত্রিপুরেশ্বরী ফিলিং (HPCL), বড়জলা

 

মনীন্দ্র চন্দ্র সাহা পেট্রোলিয়াম (BPCL), ঊষাবাজার

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর ভিড়েও সাধারণ মানুষের যেন জ্বালানি সংগ্রহে কোনো অসুবিধা না হয়, তার জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Exit mobile version