জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ৩৩৪৯ টি বুথে পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করার সংকল্প নেওয়া হয়েছে। রাজ্যে ৪৫ হাজারের উপরে পৃষ্ঠা প্রমুখ, বুথ সভাপতি, মন্ত্রী, কার্যকর্তাদের উপরে ভরসা করেই এই সংকল্প করা হয়েছে। শুক্রবার আগরতলা টাউন হলে বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি কর্মসূচীর প্রচারাভিযান কর্মসূচীর সূচনা অনুষ্ঠানে দৃঢ় কণ্ঠে একথা গুলি বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
তিনি আরও বলেন, মেরা বুথ সবসে মজবুত এই সংকল্প নিয়ে কাজ করা হচ্ছে।তিনি বলেন আমরা নিশ্চয় সেই লক্ষে পৌঁছাব। রাজীব বাবু বলেন,দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে মোদীর হাতকে শক্তিশালী করার সংকল্প নেওয়া হয়েছে। বিজেপির কার্যকর্তারা যে সংকল্প নেয় তা বাস্তবায়িত করে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন এই প্রচারাভিযান কর্মসূচীর সূচনা করা হয়। একই সঙ্গে এদিন উদযাপন করা হয় দ্বিতীয় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তির।
এদিন টাউন হলের ভিতরে কর্মসূচী শেষে ভিডিও প্রচার গাড়ির সূচনা হয়। এতে রয়েছে মানুষের সাজেশন বক্স। বিভিন্ন এলাকায় যাবে এই গাড়ি। টাউন হলে কর্মসূচীতে আলোচনা করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, দেশের গরীব মানুষকে যাতে না খেয়ে মরতে না হয় সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮০ কোটি ভারতবাসিকে বিনা মূল্যে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন।
উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একসময় উপেক্ষিত ত্রিপুরায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩ লক্ষাধিক পাকা ঘর নির্মাণের ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিয়েছেন। প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন। ৯ টি জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, পাপিয়া দত্ত, সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ, প্রনজিত সিংহ রায়, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সান্ত্বনা চাকমা সহ অন্যরা।